সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বুথ ক্যাম্প  

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি 

তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বুথ ক্যাম্প  

সাতক্ষীরার তালায় তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্পের আওতায়  মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জালালপুর ইউনিয়নে নেহালপুর স্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। 

প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও যুব নারীদের সরকারী বিভিন্ন সেবা সম্পর্কে জানাতে এবং তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য চেয়ে আবেদন করার জন্য তাদেরকে উৎসাহী করতে ইউএসএআইডি এর অর্থায়নে এবং দ্যা ক্যাটার সেন্টারের কারিগরি সহোযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রগতি সংস্থা এই বুথ ক্যাম্পের আয়োজন করে।

অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে বুথ ক্যাম্পের উদ্বোধন করেন জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। প্রকল্পের কো-অডিনেটর আল-মামুনের  পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউএসএআইডি প্রতিনিধি রুমানা আমিন,সাদবিন ইনাহী প্রমুখ। 

টিএইচ